Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২৯ শিক্ষার্থী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ৩:১৯ পিএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ফেসবুকে সরকারবিরোধী প্রচার-প্রচারণা চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) দিনগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

অভিযানের পর বুধবার (২২ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোপন খবরের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকার ছাত্রাবাসে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ২৯জন শিক্ষার্থীকে আটক করা হয়। এরা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে জিহাদি বই ও শিবিরের সাংগঠনিক কাগজপত্র জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ