বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে ট্রাকচাপায় আয়নাল শেখ নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ভ্যানের ৩ যাত্রী।
বুধবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল সিংড়া উপজেলার নীলচড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিম উদ্দিন জানান, হয়বতপুর এলাকায় একটি ভ্যানকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আয়নাল শেখ নিহত হয়। আহত হয় ভ্যানের ৩ যাত্রী। সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।