বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় দাঁড়ানো ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালক ও হেল্পার নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ার পশ্চিম পোলমোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি ট্রাক (যশোর ট-১১০৪) মহাসড়কের পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো অবস্থায় ছিলো।
এ সময় ঢাকামুখী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো উ ১১-৩৮৭৫) দাঁড়ানো ট্রাকটির পেছন দিকে ধাক্কা দিলে ওই ট্রাকের চালক রফিক ঢালী (২৬) ও হেল্পার কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের ছেলে শিমুল মিয়া (২৪) ঘটনাস্থলেই মারা যায়।
নিহত ট্রাক চালক, হেল্পার ও দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।