বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর ডোমারে হত্যার পর অজ্ঞাত দুই কিশোরের লাশ রেল লাইনের মাঝে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে স্থানীয় লোকজন লাশ দুটি দেখতে পেয়ে জিআরপি থানায় খবর দেয়। তবে সকাল দশটা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করতে আসেনি।
মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের স্কুলশিক্ষক লিটন জানান, সকালে উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনের উত্তরে প্রায় এক কিলোমিটার দূরে রেল লাইনের মাঝখানে দুই যুবকের লাশ ফেলে রেখে গেছে কে বা কারা। তাদের পরিচয় জানা যায়নি। আনুমানিক তাদের বয়স ১৫ থেকে ১৬ বৎসরের মধ্যে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় অপর এক যুবক জানান, ভোরে মানুষজন রেললাইনের ধার ধরে হাটার সময় লাশ দুটি দেখতে পায় । একজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ দুটির উপর দিয়ে দুটি ট্রেনও চিলাহাটি থেকে রাজশাহী ও খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেলেও রেললাইনের মাঝখানে লাশগুলো থাকায় লাশের কোন ক্ষতি হয়নি।
জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।