পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের নিকট ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে শ্রমিকরা।
জানা যায়, উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কর্মসৃজন কর্মসূচির (৪০ দিন) আওতায় ৪০ জন দরিদ্র শ্রমিক কাজ করে আসছে। গত ২১ ফেব্রুয়ারি শ্রমিকরা কাজ করলেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য বুলু মিয়া অন্যান্য শ্রমিকদের বিল প্রদান করলেও ১৯ জন শ্রমিকের বিল প্রদান না করে নিজে আত্মসাৎ করেন। শ্রমিক শাহাজাহান, আমিনুর, মজমুল, তাজুলসহ অভিযোগকারী শ্রমিকরা জানান, তারা কাজ করলেও ইউপি সদস্য বুলু মিয়া তাদের কাজের টাকা না দিয়ে উত্তোলিত ১৯ জন শ্রমিকের ৩৩২৫ টাকা আত্মসাৎ করেন। টাকা চাইলে সে বিভিন্নভাবে টালবাহানা করে। শ্রমিকরা আরো জানান, ইউপি সদস্য বুলু মিয়া জিয়ারুল, ফজলু ও রাজুর নাম তালিকায় দেখিয়ে প্রতিদিনের মজুরির টাকা আত্মসাৎ করে আসছেন।
ইউপি সদস্য বুলু মিয়া অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ তদন্ত করার পিআইও’কে দায়িত্ব দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।