Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে এক মাসে অর্ধশত গরু চুরি

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন গ্রামে এক মাসে অর্ধশত গরু চুরি হয়েছে। চোর আতঙ্কে অনেক কৃষকের গরু লালন-পালন বন্ধের পথে। হঠাৎ করেই গরু চুরি বেড়ে যাওয়ায় রাত জেগে পাহাড়া দিয়েও গরু চুরি ঠেকাতে পারছেনা এলাকাবাসী। গরু চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতংকিত হয়ে পড়েছে গরুর মালিকরা। গরু চোর ধরতে পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রামে হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরি। ২০ মার্চ সোমবার গভীর রাতে কেওয়া পূর্বখন্ড গ্রামের আফছার উদ্দিনের পুত্র রুহুল আমিন মোল্লার ১টি ষাড় গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার আসপাড়া মোড়ে টহলরত শ্রীপুর থানার এস.আই সৈয়দ আজিজুল হক পিকআপ থামানোর জন্য সিগনাল দিলে চোরেরা পিকআপ ও গরু ফেলে পালিয়ে যায়। এসময় পুলিশ একটি ষাড় গরুসহ পিকআপ নং ঢাকা মেট্রো ন ১৮-৬২৬৭ আটক করে। এদিকে ১৮ মার্চ রোববার রাতে কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের কৃষক নুরুল ইসলামের ৪টি ষাড়, গলদাপাড়া গ্রামের নুরুদ্দিনের ৩টি গাভী ও ১টি ষাড়, হাবিবুর রহমানের ৩টি ষাড়, আঃ ছামাদের ২টি ষাড়, আবদার গ্রামের আতাউরের ১টি ষাড়সহ ১৪ টি গরু চুরি হয়। গত ১৬ মার্চ উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের আমিনুল হকের ২টি বলদ, বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের মোছলেম উদ্দিনের ৩টি ষাড় এবং একই এলাকার মফিজ উদ্দিনের ৩টি গাভী, বাউনী গ্রামের আলম মিয়ার ১টি ষাড় গরু চুরি হয়। মাওনা ইউপি সদস্য মতিউর রহমান জানান, সম্প্রতি তার এলাকা সিংগারদীঘি গ্রামের মনির মোড়লের ৩টি ও আবুল হোসেন ভূইয়ার ১টি গরু চুরি হয়েছে। হঠাৎ করেই ব্যাপক আকারে গরু চুরির ঘটনায় এলাকাবাসী আতংকে রয়েছে। কয়েকটি গরু চুরির ঘটনায় শ্রীপুর থানায় ভুক্তভোগীরা অভিযোগ দিলেও পুলিশ চুরি বন্ধের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন। মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, তার এলাকায় গরু চুরি বন্ধের জন্য প্রত্যেক ইউপি সদস্যকে যার যার এলাকায় রাতের বেলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার জানান, গত বেশকিছুদিন ধরে বরমী এলাকায় ব্যাপক হারে গরু চুরি বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন গরু চোরদের ভয়ে আতংকে রয়েছে। অনেকেই রাত জেগে গরু পাহাড়া দিচ্ছেন। কেউ কেউ গরু চোরদের ভয়ে গরু বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, গরু চুরি বন্ধের জন্য পুলিশের বিশেষ টহল টিম গঠন করা হয়েছে, চোর গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ