Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দামুড়হুদায় নগদ টাকা ও মোবাইল ছিনতাই

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা-আমতলা সড়কে ছিনতাইকারীরা তান্ডব চালিয়ে দুই গরু ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ২ লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়কের বোরিং মাঠের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের হাতেম আলীর ছেলে গরু ব্যাবসায়ী জসিম (৩৬) ও শঙ্কচন্দ্র গ্রামের শুকুর আলীর ছেলে শাহাবুদ্দিন (৪০) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদার ডুগডুগি পুশুহাটে গরু বিক্রি করে পাওয়ার ট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুধপাতিলা-আমতলা সড়কের বোরিং মাঠের চৌরাস্তা নামাক স্থানে পৌঁছালে ১০/১২ জনের একদল ছিনতাইকারি অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে। এ সময় গরু ব্যবসায়ী জসিম ও শাহাবুদ্দিনের কাছ থেকে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা দু’টি মোবাইল ফোন ও পাওয়ার ট্রলি চালক শরিফুলের কাছ থেকে ৭শ’ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের রাস্তার পাশে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে বেঁধে রেখে নিবিঘেœ পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর পথচারীরা ভুট্টা ক্ষেতের মধ্যে মানুষের চিৎকার শুনে হিজলগাড়ি পুলিশকে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ এএসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ছুটে এসে গরু ব্যবসায়ীদের উদ্ধার করে। এদিকে এলাকায় একের পর এক ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ