রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির সময় পুলিশের সাথে সংঘর্ষে সালাম (২৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার ডাংমড়কা আদাবাড়িয়া সড়কের আদাবাড়িয়া মাঠের মধ্যে পুলিশের সাথে ডাকাত দলের সংঘর্ষ হয়। দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, একদল সশস্ত্র ডাকাত ডাংমড়কা আদাবাড়িয়া সড়কের আদাবাড়িয়া মাঠের মধ্যে গাছের গুঁড়ি ফেলে গরু ভর্তি ট্রাক ঠেকিয়ে ডাকাতি করছে এমন খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশের ওপর হামলা চালালে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গুলিতে সালাম নামে এক ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাত সালামের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির সাথে জড়িত মথুরাপুর এলাকার এলাহী সর্দারের ছেলে শরিফুল (৪৫) ও বিলবোয়ালিয়া এলাকার লুকমান হোসেনের ছেলে জনির হোসেন জনি (৩৫) কে আটক করেছে। গুলিবিদ্ধ ডাকাত সালাম বাগুয়ান এলাকার মৃত রহমান ডাকাতের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অর্ধডজন মামলা ও অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।