Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমানা জটিলতায় ১৪ মাস পরও পাঁচবিবি পৌরসভার নির্বাচন হচ্ছে না

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের যথাসময়ে নির্বাচন হলেও সীমানা নির্ধারণের জটিলতার অজুহাতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৪ মাস পরেও পাঁচবিবি পৌরসভার নির্বাচন হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, জেলার বিদ্যমান এলাকা সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর মৌজার (আংশিক), পাটাবুকা মৌজার (আংশিক), মহব্বতপুর মৌজার (আংশিক), খাসবাগুরী মৌজার (আংশিক) ও করট্রি মৌজার (আংশিক) অংশবিশেষ নিয়ে পাঁচবিবি পৌরসভার বিদ্যমান এলাকা সম্প্রসারণের প্রস্তাব করেন পৌর মেয়র। উক্ত প্রস্তাব ২০১৫ সালের ৭ এপ্রিল ঢাকার স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা (স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩ -র উপধারা ৪ মোতাবেক ১৭ সেপ্টেম্বর ২০১৫ পাঁচবিবি পৌরসভার বিদ্যমান এলাকা সম্প্রসারণের লক্ষ্যে শহর এলাকা ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রাপ্ত আপত্তিসমূহ শুনানি শেষে তা নিষ্পত্তি করে জয়পুরহাট জেলা প্রশাসন (স্থানীয় সরকার বিভাগ) ৩০ নভেম্বর ২০১৫ আংশিক এলাকা সম্প্রসারণের জন্য সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা ২৬ জানুয়ারি ২০১৬ পুনরায় স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। সেই মোতাবেক জেলা প্রশাসন ৫ জুন ২০১৬ বালিঘাটা ইউনিয়নের ৫ মৌজার আংশিক অংশ নিয়ে পৌরসভার সীমানা বৃদ্ধি সংক্রান্ত তথ্যাবলী, তফসিল, সীমানা বৃদ্ধির স্ক্রেচম্যাপ ও সিডিসহ প্রতিবেদন পাঠায়। ৭ সেপ্টেম্বর ২০১৬ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় পাঁচবিবি উপজেলার ৫টি মৌজার আংশিক এলাকাকে পাঁচবিবি পৌরসভার অন্তর্ভুক্তির লক্ষ্যে শহর এলাকা ঘোষণা করার চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বালিঘাটা ইউনিয়নের ৫টি মৌজার অংশবিশেষ নিয়ে পাঁচবিবি পৌরসভার বিদ্যমান এলাকা সম্প্রসারণের লক্ষ্যে শহর এলাকা ঘোষণা করবার চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে প্রজ্ঞাপনও জারি হয়েছে। বালিঘাটা ইউনিয়ন পরিষদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু পাঁচবিবি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে কোন মামলারও উদ্ভব হয়নি। উল্লেখ্য, ২০১১ সালের ১২ জানুয়ারি পাঁচবিবি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ