Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কম খরচে বেশি লাভের আশায় রাজবাড়ীতে বাড়ছে পেঁপে চাষ

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : কম খরচে চাষ করা পেঁপের উৎপাদন ও বাজার মূল্য বেশি পাওয়ায় রাজবাড়ীতে প্রতিনিয়ত নতুন নতুন পেঁপে বাগান করছে কৃষকেরা। অন্যান্য ফসলের চেয়ে পেঁপে আবাদ করে তিনগুণ লাভ হয় বলে জানিয়েছে কৃষকেরা। আর কৃষি কর্মকর্তারা জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পেঁপে রোপণ, বীজ, পরিচর্যার ব্যাপারে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের কৃষক টুকু মেম্বার বলেন, গত ফাল্গুন মাসে ৪৬ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছেন, তিন মাস পর এক সাথে ৭০ মণ পেপে বিক্রি করেছেন, এরপর পর থেকে প্রায় প্রতিদিন রাজবাড়ীর বাজারে পাকা পেঁপে বিক্রি করছেন। ওই ৪৬ শতাংশ জমিতে পেঁপে চাষ করে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা আর পেঁপে বিক্রি করেছেন ১ লক্ষ টাকার। টুকু মেম্বারের মতো আরো অনেকেই বেশি লাভের আসায় পেঁপে চাষ করেছেন। তিনি আরো জানান, পেঁপে চাষ একটি লাভজনক আবাদ, পেঁপে চাষ করতে খুব কম খরচ হয় আর লাভ হয় বেশি তাছাড়া পেঁপে বিক্রি করতে কষ্ট পেতে হয়, কাঁচা পেঁপে বাগান থেকে মণ হিসেবে কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা আর পাকা পেঁপে বাজারে নিয়ে গেলেই বিক্রি হয়ে যায়। পেঁপে আবাদে স্বল্প পুঁজি আর স্বল্প শ্রমেই ভাল উৎপাদন হয়। রোগ বালাই নেই বললেই চলে আবার বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা ফলে পেঁপে আবাদে ঝুঁকছেন কৃষকেরা। এলাকাবাসী জানায়, পেঁপে চাষ লাভজনক হওয়ায় একজনের দেখা দেখিতে দিন দিন রাজবাড়ীতে পেঁপে চাষ বাড়ছে আর এতে লাভবান হচ্ছে কৃষক। আগামীতে আরো পেঁপের চাষ বাড়বে বলে জানিয়েছেন তারা। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মানিক কুমার দাস বলেন, কৃষি বিভাগ থেকে পেঁপে চাষে কৃষকদের প্রশিক্ষণ, চারা রোপণ থেকে শুরু করে রোগ বালাই দমন, সার প্রয়োগ এবং গাছ লাগানোর ব্যাপারে সকল প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে। রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন বলেন, রাজবাড়ী সদর উপজেলায় এবার ৮০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে আর রাজবাড়ী জেলায় ১শ’ পাচ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। বেশি লাভ হওয়ায় দিন দিন পেঁপে চাষ বাড়ছে। রাজবাড়ীর পেঁপে রাজবাড়ীর চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় রপ্তানি হচ্ছে। জেলা কৃষি অফিসের তথ্যমতে রাজবাড়ী জেলায় পাঁচটি উপজেলায় এবার ১শ’ ৫ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে আর এ থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২শ’ মেট্রিক টন। পেঁপে চাষের চাষে ৪ শতাধিক চাষী রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ