Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সেবা সপ্তাহে পাসপোর্ট করতে দিয়ে এক মাস পরও পায়নি অনেকে

রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া হয় না কোন পাসপোর্ট, এমনকি পাসপোর্ট সেবা সপ্তাহে পাসপোর্ট করতে দিয়ে একমাস পার হলেও ফাইলই ছাড়া হয়নি পুলিশ ভেরিফিকেশনের জন্য এমনটিই অভিযোগ করেছে কয়েকজন ভুক্তভোগী। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের বিমল বিশ্বাসের মেয়ে অসীমা বিশ্বাস বলেন, পাসপোর্ট অফিসে সারা বছর দালালের অত্যাচার লেগে থাকে তাই তিনি ভাল সেবা পেতে পাসপোর্ট সেবা সপ্তাহে গত মাসের ২৬ তারিখে পাসপোর্ট করতে দেন। তার ডেলিভারী সিলিফ অনুযায়ী গত রোববার পাসপোর্ট হাতে পাওয়ার কথা। কিন্তু পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তার ফাইলটি অফিসে আটকে রেখেছে টাকার জন্য। তাকে ফোন করে ১ হাজার ২শ’ টাকা দাবি করেছে ওই অফিসের সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ সাজেদুল হক। শুধু অসীমা বিশ্বাস নয়- তার মতো গোয়ালন্দ উপজেলার উত্তর কালিগঞ্জ গ্রামের সুধেন্দ্র বিশ্বাসের মেয়ে রেনু বালা বিশ্বাস, গোয়ালন্দ উপজেলার পাচুরিয়া গ্রামের কমল পাল বিশ্বাসের মেয়ে আনজুনা বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কুন্ডপারা এলাকার বাবলু পালের মেয়ে কালী পাল এরা সকলেই গত মাসের ২৬ তারিখে পাসপোর্ট করার জন্য আবেদন জমা দেয়। নির্দিষ্ট সময় পার হলেও পাসপোর্ট পাননি তারা। খবর নিতে রাজবাড়ীর ডিএসবি অফিসে খোঁজ নিয়ে দেখেন তাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য কোন ফাইল আসেনি অথচ গত রোববার তাদের পাসপোর্ট হস্তান্তর করার কথা ছিল। এ ব্যাপারে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ সাজেদুল হক বলেন, পাসপোর্টের ফাইল ছেড়ে দেয়ার জন্য কারো কাছ থেকে কোন টাকা দাবি করা হয়নি। কেন নির্দিষ্ট সময় পার হলেও ফাইল আটকে রাখা হয়েছে এ ব্যাপারে কোন উত্তর দেননি তিনি। তিনি বলেন, ফাইলগুলো অবহেলিতভাবে অফিসে কোথাও পরে থাকতে পারে, খুঁজে দেখা হবে ফাইলগুলো কোথায় আছে। রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জেবুন্নাহার পারভীন বলেন, রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট অধিদপ্তর থেকে নিয়মিত পাঁচজন প্রজেক্টে ৩ জন আনসার সদস্য রয়েছে। এর মধ্যে সকলেই নিয়মিত কাজ করে থাকেন। এর মধ্যে কোন কর্মকর্তা যদি ঘুষ বাণিজ্যে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের তথ্য মতে ২০১৪ সালের ১৭ জনু থেকে রাজবাড়ীতে নিয়মিতভাবে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম শুরু হয়। তখন থেকে গতকাল সোমবার পর্যন্ত ৫০ হাজার ৩শ’ ৮৬টি আবেদন জমা হয়। এর মধ্যে ৪৮ হাজার ২শ’ ৪৪টি পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ