বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের চাঞ্চল্যকর সৈয়দুর রহমান হত্যা মামলার এক রায়ে তার ঘাতক স্ত্রী আছমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মি. মোসলেম উদ্দিন আজ ২১ মার্চ দুপুর জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। রায়ে ঘাতক স্ত্রী আছমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬মাস করে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাযায়, বিগত ২০১৪ সালের ৭জুলাই সকালে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে সৈয়দুর রহমানকে তার স্ত্রী আছমা আক্তার কুপিয়ে হত্যার করে। পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে মামলা হলে পুলিশ ওই বছরই ২২ সেপ্টেম্বর আসমা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত উল্লেখিত রায় প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।