Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১১:৫৩ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে নুরুজ্জামান (২৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার ভোরে বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

নুরুজ্জামান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পানিশালা গ্রামের হিটলার উদ্দিনের ছেলে। সে একজন গরু ব্যবসায়ী।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুজ্জামানসহ এক দল গরু পারাপারকারী রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার পথে বিএসএফের মুখোমুখি হয়। এ সময় সবাই পালিয়ে গেলেও নুরুজ্জামান বিএসএফের কাছে ধরা পড়ে।



 

Show all comments
  • এস, আনোয়ার ২১ মার্চ, ২০১৭, ১:৪৫ পিএম says : 0
    চিন্তার কোন কারন নেই। ভারত ও ভারতীয়রা হলো আমাদের পরম বন্ধু। আর বন্ধুর বাড়িতে যখন নুরুজ্জামানকে জোর করে নিয়ে গেছে নিশ্চয় তার মেহমানদারীতে কোন ত্রুটি হবে না। স্বভাবে কৃপন হলেও ভারতীয়রা চাপাতে উদার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ