Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাতের হামলায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫

সিলেট অফিস | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১১:৪১ এএম

সিলেট অফিস : সিলেটে সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতির ঘটনায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার রাত ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ধামরাই এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহত সাংবাদিক মতিন বলেন, রাতে উপজেলা চেয়ারম্যানের ব্যবহৃত সরকারি গাড়িযোগে সিলেট নগরী থেকে স্থানীয় নন্দিরগাঁওয়ের গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছা মাত্র একদল ডাকাত তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাত উপজেলা চেয়ারম্যান হাকিম, তার চালকসহ মোট ৫ জন আহত হয়েছেন বলে জানান সাংবাদিক মতিন। তিনি বলেন, এ সময় তাদের গাড়ির পেছনের কয়েকটি গাড়িতেও ডাকাতি করে ডাকাতরা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতদের ধরতে ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ