Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ৯৪৩ জন বিক্রেতা ও মাদকসেবীর আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে ৭১ জন মাদক বিক্রেতা ও ৮৭২ জন মাদকসেবী আত্মসমর্পণ করেছে। গতকাল সোমবার ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানের উপস্থিতিতে তারা স্বাভাবিক পথে ফিরে আসার ঘোষণা দেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ সরকারি কেসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. এবিএম রেজাউল করিম, ম্যজিস্ট্রেট আসাদুজ্জামান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পিপি এড. ইসমাইল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ইসলামী ফাউন্ডেশনের ডিডি তোজাম্মেল হক, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা নারায়ন চন্দ্র বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম হিরণ, আলোর পথে ফিরে আসা মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রবি, মাকদসেবী সেলিম রেজা ও ফয়সাল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেন, মাদক ও জঙ্গিবাদ নির্মুল করা একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মসমর্পণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ