Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় মাসেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রের

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে ফজলে রাব্বী (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। গত ৬ মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ওই ছাত্রকে সম্ভাব্য সকল স্থানে খুঁেজ না পেয়ে সম্প্রতি তার বড় ভাই মো. মাহফুজুর রহমান বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ফজলে রাব্বী উপজেলার দাসপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে ও বাহির দাসপাড়া ভুলু মৃধা বাড়ির দরজায় অবস্থিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। ডায়েরী সূত্রে জানা গেছে, গত বছরের আগষ্ট মাসের কুড়ি তারিখে মাদ্রাসা থেকে রাব্বী পাশের ইউনিয়ন কালাইয়ার শৌলা গ্রমে তার ফুপু বাড়ি যায়। সেখান থেকে পরের দিন মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে সে নিখোঁজ হয়ে যায়। এরপড় থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। রাব্বীর বড় ভাই মাহফুজুর রহমান আশঙ্কা প্রকাশ করে জানায়, হয়তবা কোন দুষ্ট চক্রের হাতে পড়েছে। বাউফল থানার ওসি আজম খান ফারুকী জানান, বিভিন্ন সূত্র ধরে আমরা আমার নিখোঁজ ওই ছাত্রকে খুঁজে বের করতে চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ