রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা : রাস্তার কাজে জোর করে আবু তাহের নামের এক কৃষকের সয়াবিন খেতে আটটি বড় গর্ত করে মাটি কাটে নিয়ে প্রায় দেড় লাখ টাকার সয়াবিন নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি আ.লীগের সভাপতি ও ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারীর বিরুদ্ধে। এতে কৃষক বাধা দেয়ায় হত্যাসহ এলাকা ছাড়ার হুমকি দেন চেয়ারম্যান। এ ঘটনায় সোমবার দুপুরে ওই কৃষক ল²ীপুর জেলা পুলিশ সুপারের কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন ১নং উধমারা গ্রামের কাটেরপুল নামকস্থানে সাড়ে ৯ শতাংশ জমিতে সয়াবিন সৃজন করেন কৃষক আবু তাহের। গত কয়েকদিন আগে প্রকল্পের মাধ্যমে ওই এলাকার একটি রাস্তায় মাটি ফেলতে গিয়ে চেয়ারম্যান নাছির উদ্দিন কৃষক আবু তাহেরকে না জানিয়ে বা কোন অনুমতি না নিয়ে তার সয়াবিন খেত থেকে ৮টি গর্ত করে ট্রলির মাধ্যমে জমির মাটি নিয়ে রাস্তায় ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার সয়াবিন নষ্ট হয়ে যায়। দু’দিন পর মাটি কাটার খবর পেয়ে কৃষক আবু তাহের চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যান উত্তেজিন হয়ে আবু তাহেরকে ওই জমির কাছে গেলে হত্যা ও এলাকা ছাড়ার হুমকি দেয় বলে ওই অভিযোগে উল্লেখ্য করেন। তবে এ সব অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, চেয়ারম্যানে বিরুদ্ধে এখন কোন লিখিত অভিযোগ থানায় আসেনি। আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।