রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বজরাপুকুর বাজারে গতকাল সোমবার ভোর রাতে আকস্মিক অগ্নিকান্ডে ৭টি দোকানের মালামাল ভষ্মীভ‚ত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। উপজেলার জিয়ানগর ইউনিয়নের বজরাপুকুর বাজারে সোমবার ভোর রাত আনুমানিক ৩টায় আকস্মিক ভাবে মাহবুবুর রহমানের মালিকানাধীন মার্কেটে অগ্নিকান্ড ঘটে। স্বল্প সময়ে ওই মার্কেটের আমিনুর রহমানের মালিকানাধীন সার ও কীটনাশকের দোকান, আবু তৈয়বের জহুরুল ভ্যারাইটি ষ্টোর, জামাল হোসেনের জামাল ভ্যারাইটি ষ্টোর, রাশেদ তালুকদারের রাশেদ ইলেকট্রনিক্স, ফজের আলীর হোন্ডা ওয়ার্কসপ, শহিদুল ইসলাম এর শহিদুল টেইলার্স ও মার্কেট মালিকের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন টের পেয়ে দ্রæত এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। এক পর্যায় ভোর ৪টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের একদল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে উক্ত ৭টি দোকানের সকল মালামাল সহ দোকান আগুনে ভষ্মীভ‚ত হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা দাবি করেন অগ্নিকাÐে তাদের মোট পরিমাণ ৫৫ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শার্ট সার্কেট থেকে এই অগ্নিকাÐের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গতকাল সোমবার সকাল ৯টায় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্থ বাজার এলাকার দোকানগুলো পরিদর্শন সহ দোকান মালিকদের সাথে কথা বলেন। এ সময় স্থানীয় চেযারম্যান আব্দুল হাকিম তালুকদার সহ স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।