Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চিকিৎসক সঙ্কটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা

মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৮ পিএম, ২০ মার্চ, ২০১৭

আবদুল হালিম দুলাল, মঠবাড়িয়া (পিরোজপুর) থেকে : চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে উপক‚লীয় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র ৫জন চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং পার্শ্ববর্তী বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার প্রায় ৪ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে চিকিৎসকের ২১টি পদ থাকলেও এখানে কর্মরত ডাক্তার আছেন মাত্র ৫ জন চিকিৎসক। এছাড়া জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস), জুনিয়র কনসালটেন্ট (এনেসঃ), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (অর্থো), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (চর্ম), আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডেন্টালসহ ১৬টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত এবং রোগীরা ৫০ শয্যা হাসপাতালের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মেডিকেল অফিসার (ইওসি) ডা. বশির আহমেদ সম্প্রতি পদন্নোতি পেয়ে অন্যত্র বদলি হওয়ায় বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। অপারেশন থিয়েটারে যাবতীয় যন্ত্রপাতি থাকলেও একজন মেডিকেল অফিসারের (জরুরি প্রসূতি সেবা) অভাবে বিশেষ করে প্রসূতি রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসহায় ও দরীদ্র প্রসূতি রোগীদের মোটা অংকের টাকা দিয়ে ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সটিতে প্রতিদিন প্রায় ৩ শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। কিন্তু হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারসহ পর্যাপ্ত ডাক্তার না থাকায় অর্থের অভাবে দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাসুমুল হক খান স্বাস্থ্য কমপ্লে­ক্সের অপারেশন থিয়েটারে যাবতীয় যন্ত্রপাতি থাকার কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট মেডিকেল অফিসার পদন্নোতির কারণে অন্যত্র বদলি হওয়ায় অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরো জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ