রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনে ২ প্রার্থী মাঠে বেশি সময় দিচ্ছেন। এরা হলেন- জাপার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ও আ.লীগের গোলাম মোস্তফা আহমেদ (নৌকা)। গোলাম মোস্তফা আহমেদ গতকাল সোমবার ছাপড়হাটী, কঞ্চিবাড়ী, রামজীবন, বামনডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ও গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা করছেন। এ সময় তার সাথে ছিল মরহুম এমপি লিটনের বড় বোন আফরোজা বারী, সাবেক কাউন্সিলর দীপক কুমার বাবলুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। অপরদিকে জাপা মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পথসভা ও গণসংযোগ করছেন। গতকাল সোমবার তিনি ধোপাডাঙ্গা, সোনারায়, তারাপুর, বেলকা, দহবন্দ ইউনিয়নের বিভিন্ন এুলাকায় পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। ত্রাণের টিন বিতরণ
সুন্দরগঞ্জে ১০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ত্রাণের ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ আক্রান্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৬-১৭ অর্থ বছরের বরাদ্দকৃত ২২০ বান্ডিল ঢেউটিন ৮৩ জন ব্যক্তি ও ২১ প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এছাড়া গৃহনির্মাণ মঞ্জুরিবাবদ প্রতি বান্ডিল অনুযায়ী ৩ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার চেক দেয়া সুবিধাভোগীদের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) ছামিউল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।