Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে বাল্যবিয়ে আটকালো শিক্ষার্থীরা। গতকাল সোমবার ভোররাতে আশামনি আক্তার (১৪)-কে বিয়ের পিঁড়িতে বসানোর আয়োজন চলছিল। সে সময় গ্রামের একদল শিক্ষার্থী বিয়ে বাড়িতে গিয়ে ভুন্ডল করে দেয় বাল্যবিবাহের অনুষ্ঠান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শাকিব জানান, মাঝরাতে কুড়িগ্রাম শহরের বকসীপাড়া এলাকায় মৃত আফছার আলীর কন্যা ও বেগম নুরন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আশামনি আক্তারকে গোপনে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ওই এলাকা থেকে মোবাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে সহযোগিতা চাওয়া হয়। পরে একদল শিক্ষার্থীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে আটকে দেয়া হয়। জানা যায়, আশামনির বোন জামাই সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের প্রত্যন্ত নয়ারহাট এলাকার বাসিন্দা আবু তালেব মুহুরী তারই এলাকায় গোপনে শ্যালিকার বিয়ের আয়োজন করছিল। লোকজনের উপস্থিতি টের পেয়ে ছেলে পক্ষের লোকজন সটকে পড়ে। আশামনির মা হাফিজন বেওয়া জানান, আমার বাড়িতে জামাই পক্ষের মেহমান এসেছে। তাদের জন্য রান্নার আয়োজন করা হয়। আশামনির বিয়ের ব্যাপারে কোন আলোচনা হয়নি। আমি মেয়েকে পড়াবো। ৩ ভাই, ২ বোনের মধ্যে আশামনি সবার ছোট সন্তান। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি অবগত হবার পর সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর ও প্রধান শিক্ষককে আশামনিকে যাতে বাল্যবিয়ে দেয়া না হয় এ ব্যাপারে দেখভাল করতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ