রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রোববার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ধর্ষিতার মা উল্লেখ করেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় নজরুল ইসলামের বাড়িতে তার স্বামী ও ৪ মেয়েকে নিয়ে তিন বছর যাবৎ বাসা ভাড়া করে বসবাস করছেন। গত বুধবার রাত ৮টার দিকে বাড়ির মালিক নজরুল ইসলামের ভাতিজা শাহজাহান মিয়ার ছেলে রুবেল (২৮) তার বসত ঘরে প্রবেশ করে তার মাদ্রসার পড়–য়া ৩য় মেয়েকে কথা আছে বলে পার্শ্ববর্তী রুবেল ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে রুবেল তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় রুবেল ধর্ষণের কথা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ওই ছাত্রী ধর্ষনের কথা গোপন করলেও কয়েকদিন পর রুবেল ফের তাকে ধর্ষণের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় রুবেল ক্ষিপ্ত হয়ে ধর্ষণের সময় তোলা কয়েকটি আপত্তিকর ছবি ফেইসবুকে ছেড়ে দেয়। পরে আশপাশের লোকজন ছাত্রীর মাকে বিষয়টি জানালে তার মা মেয়েকে জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে ধর্ষণের কথা সে শিকার করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।