বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জঙ্গি আস্তানা সন্দেহে নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট সিডিএ এক নম্বর সড়কের একটি বাড়ি ও উত্তর কাট্টলি এলাকার ইশান মহাজন সড়কে আরও একটি বাড়িকে ঘিরে অভিযান চলছে। সোমবার বিকেল ৫টা থেকে সোয়াত, বোমা নিস্ক্রিয়করণ দলসহ পুলিশের দেড় শতাধিক সদস্য এ অভিযান শুরু করে। তার আগে বিকেল সোয়া ৪টা থেকে সন্দেহভাজন ওই দু’টি বাড়ি ঘেরাও করে রেখেছিল পুলিশ। পুলিশ জানায়, ইশান মহাজন সড়কে পাঁচতলা বাড়িটি ঋশি সাহার মালিকানাধীন। সূত্রমতে, সীতাকুন্ডের নামারবাজার এলাকার সাধনকুটির নামে বাড়ির জঙ্গি আস্তানা থেকে আটক দুই জঙ্গির মধ্যে মহিলা জঙ্গি পুলিশকে জিজ্ঞাসাবাদে বলেন, আকবর শাহ থানা এলাকায় তাদের আরও সঙ্গীরা অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করেছে পুলিশ। নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার ফারুকুর রহমান বলেন, ‘এখানে দুটি জঙ্গি আস্তানা আছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান শুরু করেছি। এর আগে বুধবার দুপুরে সীতাকুন্ড পৌরসভার লামারবাজার আমিরাবাদের সাধন কুটির থেকে এক নারীসহ দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ রোডের চৌধুরীপাড়ার প্রেমতলা এলাকার ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। বুধবার বিকেল তিনটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছায়ানীড় ভবনে ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। চার জঙ্গিসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।