Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ভোট কেনার টাকার ভাগ নিয়ে বিরোধে একজন খুন

কুমিল্লা স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ৩:০৫ পিএম

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট কেনার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সহকর্মীরা। সোমবার (২০ মার্চ) বেলা সোয়া ১১টায় কাটাবিল এলাকার রাগা বাদশাহর বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলমের বাড়ি ওই একই এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলের পক্ষে ভোট কেনার টাকা ভাগাভাগি নিয়ে সকালে স্থানীয় হারুন, তানিম, কাজল ও জিলানীর সঙ্গে খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা খোরশেদকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ