Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মেয়র ও বিএনপি নেতার মুক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এএফএম আজিজুল ইসলাম পিকুলের নামে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার, জেলহাজতে প্রেরণের প্রতিবাদে এবং পিকুলের মুক্তির দাবিতে গত শনিবার সন্ধ্যায় নান্দাইল চারআনিপাড়াস্থ সাবেক মেয়রের বাসভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিকুলের বড় ভাই হাফেজ মোঃ শফিকুল ইসলাম। এসময় ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সাথে কথা বলেন,সৌদি আরবে অবস্থানরত পিকুলের অপর বড় ভাই এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিকুলের দুই ভগ্নিপতি বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১৪ মার্চ বিকালে সাবেক মেয়র পিকুলকে নান্দাইল মডেল থানার পুলিশ বিনা উস্কানীতে গ্রেফতার করে। পুরাতন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন করে। মামলাটিতে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও হয়রানি করার জন্য তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বর্তমান মেয়র মোঃ রফিক উদ্দিন ভুইঁয়ার সরকারী গাড়ি ভাংচুরের মামলায় অহেতুক তাকে ১নং আসামী করা হয়েছে। এছাড়াও তার নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ৮টি মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে। সকল মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে পিকুল নিজ বাড়ীতে আবস্থান পুনরায় তাকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে অবিলম্বে তার নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ পিকুলের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ