Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সজনে ডাঁটা ২শ’ টাকা কেজি

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাঁটার বাম্পার ফলন হয়েছে। এ বছর আবহাওয়া অনুক‚লে থাকায় গত বছরের চেয়ে এ বছর এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চলতি মওসুমে কাজিপুর পৌর সভা ও ১২টি ইউনিয়নের গ্রামে সবখানেই গাছে গাছে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা দেখা যাচ্ছে। স্থানীয় হাট-বাজরে আমদানিও বৃদ্ধি পাবে বলে আশা করছেন অনেকে। মুখরোচক ও পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটা স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি সিরাজগঞ্জ ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হয়। ইতোমধ্যে উপজেলার হাট-বাজারগুলোতে এ সবজি উঠতে শুরু করেছে। প্রতি কেজি সজনে ডাঁটা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় বা মাঝারি একটি সজনে গাছ থেকে ৮-১০ মন ডাঁটা পাওয়া যায়। বিনা পরিশ্রমে ও খরচে বেশি আয় হয় বলে সজনে ডাঁটা চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই এবং নতুন নতুন বাগান তৈরি করছেন। এ ব্যাপারে কাজিপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান জানান, সজনে ডাঁটা গ্রীষ্মকালীন একটি সবজি। পরিত্যক্ত জমি ও বাড়ির আঙিনায় এর চাষ করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ