রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাঁটার বাম্পার ফলন হয়েছে। এ বছর আবহাওয়া অনুক‚লে থাকায় গত বছরের চেয়ে এ বছর এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চলতি মওসুমে কাজিপুর পৌর সভা ও ১২টি ইউনিয়নের গ্রামে সবখানেই গাছে গাছে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা দেখা যাচ্ছে। স্থানীয় হাট-বাজরে আমদানিও বৃদ্ধি পাবে বলে আশা করছেন অনেকে। মুখরোচক ও পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটা স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি সিরাজগঞ্জ ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হয়। ইতোমধ্যে উপজেলার হাট-বাজারগুলোতে এ সবজি উঠতে শুরু করেছে। প্রতি কেজি সজনে ডাঁটা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় বা মাঝারি একটি সজনে গাছ থেকে ৮-১০ মন ডাঁটা পাওয়া যায়। বিনা পরিশ্রমে ও খরচে বেশি আয় হয় বলে সজনে ডাঁটা চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই এবং নতুন নতুন বাগান তৈরি করছেন। এ ব্যাপারে কাজিপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান জানান, সজনে ডাঁটা গ্রীষ্মকালীন একটি সবজি। পরিত্যক্ত জমি ও বাড়ির আঙিনায় এর চাষ করা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।