Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূ ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। গতকাল রোববার সকালে শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত। এ সময় জেলা যৌন নির্যাতন নির্মূলকরণ নেটওয়ার্কের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক মাহমুদা শেলি, আরডিএ-এর নির্বাহী রওশন আরা লিলি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ, নেটওয়ার্কের সদস্য নাজমুস সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহŸান জানান। পরে তারা জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ