Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গী প্রেসক্লাবের নির্বাচন মেরাজ সভাপতি রানা সাধারণ সম্পাদক

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক ঐক্যবাণীর মোঃ মেরাজ উদ্দিন সভাপতি ও দৈনিক ভোরের কাগজের এম.এ কাশেম রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আজিজুল হক (দৈনিক নয়া দিগন্ত), সহ-সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল (দৈনিক প্রাইম), সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম দৈনিক কালের ছবি), কোষাধ্যক্ষ এম.আর নাসির দৈনিক অর্থনীতি প্রতিদিন), দপ্তর, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মাকসুদ আহমাদ রবিন (দৈনিক সোনালী বার্তা), কার্যনির্বাহী সদস্য মাসুদ সরকার (চ্যানেল-৪) ও জাকারিয়া চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি)। নির্বাচনে ৯টি পদে ১৯জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শামসুল হক ভূঁইয়া, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবু তাহের ও শাহজাহান শোভন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ