Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় রাউজানের স্কুল ছাত্রের মৃত্যু, আহত-৩

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ৬:৪৬ পিএম

রাউজান উপজেলা সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় শাহেদুর রহমান সাহেদ (১৫) নামের রাউজানের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গত শনিবার রাত সাড়ে দশটায় হাটহাজারী উপজেলার পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিত এয়া গাউসুল আজম (দ.) সুন্নি কনফারেন্স থেকে ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী উপজেলার ফটিকা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার আলহাজ্ব মফিজুর রহমানের দ্বিতীয় পুত্র ও রাউজান স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আহতরা হলেন রাউজানের বাসিন্দা মো. শরিফের পুত্র মো. ইমন (১৭), রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবু মোহাম্মদের পুত্র ও রাউজান দারুল ইসলাম ফাযিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী হাফেজ কাজী মুহাম্মদ রায়হান উদ্দিন (১৯) ও হাটহাজারী উপজেলার বাসিন্দা জনৈক মুহাম্মদ মিয়ার পুত্র মো. রেজাউল করিম (২০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, গত শনিবার রাতে একটি নম্বরবিহীন জীপ (চাঁদের গাড়ি)’র মাতাল চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তার পাশে থাকা লোকজনকে ধাক্কা দেয়। এতে একজন নিহত ও তিনজন আহত হন। আহত পরীক্ষার্থী হাফেজ কাজী মুহাম্মদ রায়হান উদ্দিন (১৯) বর্তমানে হাটহাজারীর আলিফ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রায়হানরা ৪ ভাই ২ বোন। তার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে ছোট বোনের কান্নায় ভারি হয়ে ওঠেছে সেখানকার পরিবেশ। মা সন্তানের সাথে হসপিটালে থাকলেও বেশ কয়েকবার অজ্ঞান হয়েছেন বলে জানান প্রতিবেশীরা। আহত অন্যান্যদের চমেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নিহত শাহেদ দুই ভাই-দুই বোনের মধ্যে দ্বিতীয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো বিদায় জানাতে শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন। রোববার বাদ যোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এই প্রসঙ্গে হাটহাজারী থানার এসআই মাজেদ মুঠোফোনে বলেন, একটি নম্বরবিহীন লক্কর-ঝক্কর জীপ রাস্তার পাশে লোকজনকে ধাক্কা দেয়। ড্রাইভার মাতাল থাকায় গাড়ির গতিবেগ বেশি হলে নিয়ন্ত্রণ করতে না পেরে এই ঘটনা। ধাক্কায় কয়েকজনের মৃত্যু হয়েছে এমন ধারণায় চালক গ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করায় বেশ কয়েকজনকে ধাক্কা দেয়। এতে একজন নিহত ও তিনজন আহতের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ধরে চালককে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক জীপটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ