Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় রাজাবাড়ি হাট কলেজের অধ্যক্ষ সহ আটক ৫

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ৬:৩৫ পিএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির পূর্ব শত্রুতার জের ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের নাটক সাজিয়ে অন্য কে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে রাজাবাড়ি হাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরেন্দ্রনাথ সাহ, ঐ কলেজের প্রভাষক আব্দুস সবুর, কলেজের পিয়ন অকিলকে শনিবার দিবাগত রাত ৩ টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ নিজ বাড়ী থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। অপর দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ একই অভিযোগে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইমন মণ্ডলের পিতা মোঃ রবিউল করিম রবি ও উপজেলা বিএনপি যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক মো: মাসুদ কে আটক করেছে রাজশাহী জেলার গোয়েন্দা ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজাবাড়ি হাট ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদুল হক মাস্টারের লোক জন কলেজে যায়। এ সময় কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরেন্দ্রনাথ দত্ত ও প্রভাষক মাহামুদ আক্তারের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ খবর পেয়ে থানার ওসি হিপজুর আলম মুন্সি ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে আসে। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম বলেন, সেই দিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙ্গার কোন ঘটনা ঘটে নি। বৃহস্পতিবারের দিন কলেজের অধ্যক্ষ নিরেন্দ্রনাথ দত্ত নাটকীয় ভাবে গোদাগাড়ী মডেল থানায় কলেজের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: শাহাদুল হক মাস্টার সহ কয়েক জনের নামে জিডি করতে আসেন। বিষয়টি তদন্ত করে কোন আলামত পাওয়া যায়নি। শনিবার সকালে কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ কলেজের অফিস ঘর খুলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুরের কথা কলেজের সবাই জানা জানি হয় ও এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিক্ষোভে ফেটে পড়ে। স্থানীয়রা জানায় কলেজের অধ্যক্ষ নিরেন্দ্রনাথ দত্ত ও তার সহযোগীরা কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও রাজশাহী জেলা ডেপুটি কমান্ডারকে ফাঁসাতে এমন নাটক করে। পরে গোদাগাড়ী থানার পুলিশ বিষয়টি টের পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা পুলিশ ৩ জন ও রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশ ২ জনকে আটক করে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, কলেজটিকে নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অসাধু শিক্ষক কর্মচারীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনা হলে হাজার হাজার জনতা রাস্তায় নামবে বলে হুশিয়ারি দেন। রাজাবাড়ি হাট কলেজ কমিটির সভাপতি শাহাদুল হক মাস্টার বলেন, ছবি ভাংচুরের ঘটনায় আমি বাদী হয়ে অভিযোগ দায়ের করেছি। পূর্ব হতেই কলেজটির নানা অনিয়মের প্রতিবাদ করাই আমার উপর নানান ষড়যন্ত্র করে আসছে। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

Show all comments
  • সাইফুল ইসলাম ১৯ মার্চ, ২০১৭, ৭:৩৭ পিএম says : 0
    দৈনিক ইনকিলাব আমার খুব প্রিয় পএিকা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ