বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত টেষ্ট ক্রিকেটে (বাংলাদেশে শততম টেষ্ট ক্রিকেট) বাংলাদেশী টাইগারদের অসাধারণ কৃতিত্বে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “শ্রীলঙ্কার মতো শক্তিশালী ক্রিকেট দলকে হারানোর কৃতিত্ব প্রমান করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে যেকেউ বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছতে সক্ষম হয়। আমি বাংলাদেশী টাইগারদের নিয়ে গর্বিত ও আবেগাপ্লুত। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশি¬ষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
অপর এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত টেষ্ট ক্রিকেটে বাংলাদেশী দামাল ছেলেদের সাফল্যে গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও এধরনের সফলতা ধরে রাখতে বাংলাদেশ ক্রিকেট দল সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্শিলষ্ট সবাইকে অভিনন্দন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।