বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমনিরহাট জেলা সংবাদদাতা : নাশকতার মামলায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাসানুল হক বান্নাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চৌধুরী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসানুল হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি ছাত্র শিবিরের হাতীবান্ধা উপজেলার সভাপতি।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, হাতীবান্ধা থানায় হাসানুলের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে পলাতক তিনি কালীগঞ্জে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ চৌধুরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হাসানুলকে আজ রোববার বেলা ১২টার দিকে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, হাতীবান্ধা থানার একাধিক নাশকতা মামলায় গ্রেফতার শিবির সভাপতি হাসানুলকে বিকেলের মধ্যে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।