Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবিদ্বারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ২:৪২ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লায় হাজেরা বেগম (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধেহত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে জেলার দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেবীদ্বার থানার এস আই সাইদুর রহমান জানান, ওই গৃহবধূর স্বামী শাহ আলম পোলট্রি ফার্মের ব্যবসা করেন। শনিবার রাতে ওই গৃহবধূ বাসায় একা ছিলেন। তার স্বামী পাশের মরিচাকান্দা এলাকায় তার ফার্মে ছিলেন। আজ রোববার সকালে বাড়ির লোকজন ঘরের বাইরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি জানান, ‘ওই গৃহবধূর গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ