বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজন নারী রয়েছেন।গতরাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বিপুল জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- শংকরপুর পশু হাসপাতাল এলাকার অধ্যক্ষ তৈয়বুর রহমানের স্ত্রী মাইশা ওরফে বিলকিস, শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার হাসান আল মাসুম ওরফে লালের স্ত্রী নুসরাত পারভীন, মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মোজাহার মোড়লের ছেলে আফজাল ও খুলনার কয়রা উপজেলার কাগমারীচর গ্রামের আজম আলীর ছেলে রবিউল ইসলাম।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর এলাকার মাঠের মধ্যে একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে জঙ্গি সন্দেহে ওই চারজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়।
ওসি আরো জানান, আটক ব্যক্তিরা জঙ্গি কার্যক্রমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।