Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১১:২৪ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের পার্বতীপুরে পাথর ও পান বোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক হেলপার হানিফ শেখ (৩৩) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাক দু’টির চালকসহ তিনজন।

আজ রোববার ভোর ৪টার দিকে পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ছোট বৃত্তিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ শেখ রাজশাহীর পবা থানার কাপাসিয়া পশ্চিমপাড়ার হাসেম শেখের ছেলে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, ভোরে বৃত্তিপাড়া মোড়ে পঞ্চগড় থেকে রাজশাহীগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে রাজশাহী থেকে পঞ্চগড়গামী পান বোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পান বোঝাই ট্রাকের ট্রাক চালক শহিদুল ও হেলপার হানিফ শেখসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে সৈয়দপুরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ