Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে শিক্ষকদের সাথে মতবিনিময় শিক্ষকতাকে ইবাদত মনে করার আহ্বান

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, গতকাল পর্যন্ত যে যা করেছেন ভুলে যান, কত ঘণ্টা স্কুল করেছেন সেটা বড় কথা নয়। শিক্ষকতাকে ইবাদত মনে করুন। সবাই মিলে স্কুলের এমন একটা পরিবেশ তৈরি করুন- যেখানে অভিভাবকগণ তাদের সন্তানদের সেখানে পাঠাতে আগ্রহী হবে। গতকাল তিনি যশোরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ গঠনে প্রাথমিকে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আন্তরিকতার সাথে এখানে কাজ করা দরকার।
বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আওয়ামী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় বিশেষ অতিথি ছিলেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান, পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল মতলেব বাবু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ