Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩২

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ মাদকবিক্রেতা ও দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩২ জনকে আটক করেছে। অভিযানকালে ২০ পিস ইয়াবা, ১২ গ্রাম গাঁজা ও তিন বোতল মদ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে নড়াইল সদর থানায় ৯ জন, লোহাগড়ায় ১১, কালিয়ায় ৬ জন এবং নড়াগাতি থানায় ৬ জনকে আটক করা হয়। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, চলমান মাদক বিরোধী অভিযানে শনিবার ভোর পর্যন্ত অভিযানে চার মাদক বিক্রেতা, লোহাগড়া থানায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়তে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ