Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে ছাত্রলীগ নেতা আল আমিন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া নতুন বাজার থেকে জৈনা বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কজুড়ে ১৬টি পয়েন্টে দাঁড়িয়ে এ মানববন্ধন পালন করা হয়। উপজেলা আ.লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছাত্রনেতা আল আমিনের হত্যাকারীদের ফাঁসির দাবি করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ এড. শেখ মো: নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, সাধারণ সম্পাদক আলহাজ এস.এম জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, কৃষকলীগের সভাপতি কবির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শফিকুর রহমান, ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, আ’লীগ নেতা ওহাব মৃধা, আরিফুল ইসলাম, উমেদ আলী প্রমুখ। বক্তারা ছাত্রলীগ নেতা আল আমিন হত্যাকারী গাজীপুর জেলা আ’লীগ নেতা ও শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, পৌর মেয়র আনিছুর রহমানসহ হত্যাকাÐের সাথে জড়িত সকলের ফাঁসির দাবি করেন। উল্লেখ্য, গত ২০১৪ সালের ৮ মার্চ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের দুই প্রার্থী ইকবাল হোসেন সবুজ ও আব্দুল জলিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছাত্রনেতা আল আমিন গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পর তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১১ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ