Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লোহাগাড়ায় সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লোহাগাড়া উপজেলার দরবেশহাট ডিসি সড়কের উপর দিয়ে অতিরিক্ত ভারী মাল বোঝাই গাড়ী চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, দীর্ঘ ২০ কিলোমিটার লোহাগাড়া দরবেশহাট ডিসি সড়কটি চট্টগ্রাম-লোহাগাড়া হয়ে বান্দরবান-লামা-আলীকদম-কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজারের অধিক মানুষের চলাচল রয়েছে। যার কারণে সড়কটির বেশ গুরুত্বপূর্ণ। সড়কের উপর দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত মাল বোঝাই (ইট, বালু, কাঠ) গাড়ী চলাচলের কারণে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুরো সড়কে প্রায় ৫ শতাধিক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। তাই এলাকাবাসী এই সড়কটির উপর দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত ভারী মাল বোঝাই গাড়ী চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, এই সড়ক দিয়ে ৫ টনের অধিক ভারী মাল বোঝাই গাড়ী চলাচল করার নিয়ম নেই। কিন্তু বর্তমানে ৩৫/৪০ টনের অধিক ভারী মাল বোঝাই গাড়ী চলাচল করছে। অতিরিক্ত ভারী মাল বোঝাই গাড়ী চলাচলের কারণে এটি মেরামত করলেও বছর না যেতেই আবার চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বলে তিনি জানান। এই গুরুত্বপূর্ণ সড়ক রক্ষার স্বার্থে অতিরিক্ত মাল বোঝাই গাড়ী চলাচল বন্ধ করা জরুরি মনে করছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ