Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে গানপাউডার ও পিস্তলসহ আটক ৩

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার একটি বাড়ি থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার ও বিপুলসংখ্যক জিহাদী বইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার কানসাট বালুচর গ্রামের মৃত সিরাজ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম (৫২), একই গ্রামের মৃত শেরতাজ আলীর ছেলে আশরাফুল আলম (৫০) ও সাতক্ষীরা জেলার রায়পাড়ার আরশাদ আলীর ছেলে মাওলানা তৈয়বুুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন সংবাদ পেয়ে কানসাট-বালুচর এলাকার শরিফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার, বিপুলসংখ্যক জিহাদী বই ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ