Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে ৯৮ পাউন্ড ওজনের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উদযাপন ও আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কেক কাটা হয়। এ সময় মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রস্থ নিউইয়র্ক আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরনবী কমান্ডার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। প্রধান বক্তা ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নিউইয়র্ক আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার। এর আগে একটি আনন্দ মিছিল বাংলাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ