Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

তৃণমূলের ভোটে বিজয়ীদের মনোনয়ন না দেয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ

নাজিরপুরে ২ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়া ও শ্রীরামকাঠী  ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নে আ.লীগের তৃণমূলের ভোটে বিজয়ীদের দলীয় মনোনয়ন না দেয়ায়  সাধারন নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, উপজেলা আ.লীগ সভাপতি ও ৮নং শ্রীরামকাঠী ইউপির চেয়ারম্যান এমএ মালেক বেপারীর গত ১৪ নভেম্বর আকস্মিক মৃত্যুর পর ওই ইউপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। এছাড়া উপজেলার ৩নং দেউলবাড়ি ও ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নে  মেয়াদ শেষ হওয়ায় গত ৯ মার্চ নির্বাচন কমিশন ওই ৩টি  ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উপজেলার আ.লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নে উত্তম মৈত্র ও ৯নং কলারদোয়ানিয়ায় ওই ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আলাউদ্দিন বাহাদুর মনোনয়ন পেয়েছেন। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মো. মনিরুজ্জামান আতীয়ার জানান, দলীয় নিয়ম অনুযায়ী দলের মনোনয়নে ওই সব ইউনিয়নের প্রত্যেকটির ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক সহ ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদক এ ২০জন ভোটার ভোট প্রদান করেছেন। উপজেলার ৮নং শ্রীরামকাঠী  ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আলতাফ বেপারী জানান, গত ১২ মার্চ  উপজেলা আ.লীগ নেতাদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে উপস্থিত ১৯ ভোটের মধ্যে গোপন ভোটে চেয়ারম্যান পদে মনোনয় প্রত্যাশী হিসাবে থাকা সাবেক (মৃত্যু) চেয়ারম্যান এমএ মালেক বেপারীর পুত্র মিজানুর রহমান রিপন ১৫টি, ওই ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সুনিল কুমার ২টি ও সুকদেব হালদার ২টি করে ভোট পেয়ে ৩ প্রার্থীর মধ্যে  স্থানীয়ভাবে রিপন বেপারী সর্বোচ্চ ভোটে মনোনয়ন প্রত্যাশী হিসাবে বিবেচিত হয়েছেন। ওই ইউনিয়ন আ.লীগ সিনিয়র সহসভাপতি তৃপ্তি রঞ্জন রায় জানান, নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পাওয়া উত্তম কুমার মৈত্র তৃনমূলের ভোটে প্রার্থী ছিলেন না। এমনকি স্থানীয় তৃনমূলের ভোটে  মনোনয়নের জন্য আবেদনও করেননি। ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আ.লীগ সভাপতি ডা: সুবাস চন্দ্র হালদার জানান, দলীয় মনোনয়ন পাওয়া উত্তম কুমার মৈত্র গত ২০১২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করে পরাজিত হয়ে গত ৬ বছরেও ভোটারদের কোন খোঁজ নেয়নি। দলীয় মনোনয়ন পাওয়া উত্তম কুমার মৈত্রর একই ওয়ার্ডের  (৫নং) সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন শিকদার জানান, তিনি (উত্তম মৈত্র) কখনো আ.লীগ করেছে এমন কোন তথ্য আমার জানা নেই। তিনি আ.লীগের  মনোনয়ন পেয়েছেন শুনে আশ্চর্য হলাম। এ ব্যাপারে মনোনয়ন পাওয়া  উত্তম মৈত্র জানান,  ভোট গ্রহণের ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী কোন প্রার্থীকেই এর তারিখ ও স্থান জানানো হয়নি। গোপনে ও সাজানো ভাবে ভোট গ্রহণ হয়েছে। উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মো. শাহজাহান জানান, তৃনমুলের ২০ ভোটের মধ্যে ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মো. নান্না মিয়া ১১ভোট পেয়েও কেন্দ্রীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে মনোনয়ন পেয়েছেন ৩  ভোট পাওয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আলাউদ্দিন বাহাদুর। ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক মো. বাদশা মিয়া হাওলাদার জানান, নান্না মিয়া বিভিন্ন সময় নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়ন সহ দলীয় কর্মকাÐে নিজেকে বিসর্জন দিয়েও দলীয় মনোনয়ন না পাওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে  চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।  ২নং ওয়ার্ডের সভাপতি মো. আলাউদ্দিন গাউস জানান, তৃণমূলের ভোটের মূল্যায়ন না হলে স্থানীয়ভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করে নিতে অনেক সমস্যা হবে। এ ব্যাপারে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান জানান, প্রার্থীদের গোপন প্রতিবেদনের আলোকে দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ