Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে মাদক বিরোধী অভিযানে নিহত ১

সোনাগাজী (ফেনী)সংবাদ দাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ৪:৪৮ পিএম

সোনাগাজী (ফেনী)সংবাদ দাতা : সোনাগাজীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের গুলিতে ফকির আহমদ( ৩২) নিহত ৬ পুলিশ আহত। এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছাড়াইকান্দি গ্রামে মাদক উদ্ধার অভিযানের সময় সম্রাট জুয়েলের সহযোগীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে।পুলিশ মাদক আস্তানা থেকে থেকে ১০ কেজি গাঁজা, ৮০২ পিস ইয়াবা, ১০২ পুরিয়া হেরোইন, বিদেশী মদ, মাদক সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জামাদি ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে । মাদক ব্যাবসায়ীদের হামলা মোকাবেলায় আত্মরক্ষার্থে পুলিশ গুলি বর্ষন করলে মাদক ব্যবসায়ী ফকির আহাম্মদ গুলিবিদ্ধ হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৪ টার সময় উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামের মাদক বিক্রেতা ফকির আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।এসময় বিপুল পরিমাণ মাদক সহ ফকির আহম্মদ ও তার দুই ভাই সালাহ উদ্দিন ও মাঈন উদ্দিন গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের ছাড়িয়ে নিতে মাদক সম্রাট জুয়েল ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালালে এএসআই কামরুল,জহির উদ্দিন,মোহাম্মদ সোহাগ,কনস্টেবল নুর মোহাম্মদ সহ ৬ পুলিশ সদস্য আহত হয় ।আহত পুলিশ সদস্যরা সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গুরুতর আহত ফকির আহম্মদকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে মারা যায়। নিহত ফকির ওই এলাকার পাঠান বাড়ীর বাচ্চু ড্রাইভারের ছেলে।

এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী জুয়েলের পৃষ্ঠপোষকতায় ফকির আহাম্মদ এলাকায় বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করছে।পুলিশ একাধীকবার অভিযান চালালেও তাদের গ্রেফতার করতে পারেনি।

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন বলেন মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ