Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে মাদক নিয়ে সংঘর্ষ, ৬ পুলিশ আহত

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:১৭ পিএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজীতে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া এসময় গুলিবিদ্ধ হয়েছেন এক মাদক ব্যবসায়ী। শনিবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে সোনাগাজী উপজেলার ছাড়াইত কান্দি এলাকার বলাকা পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
সোনানাগাজী মডেল থানার পরিদর্শক হুমায়ুন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে ডাকাত বলে আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হুদা, এএসআই নুর মোহাম্মদ, সোহাগ মল্লিক, জহির উদ্দিনসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এসময় গুলিবিদ্ধ হন ফকির আহম্মদ নামে এক মাদক ব্যবসায়ী। এ অবস্থায় তাকে আটক করা হয়। এছাড়া এসময় আলা উদ্দিন ও মহি উদ্দিন নামে আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১০ কেজি গাঁজা, আটশ’ পিস ইয়াবা ট্যাবলেট, একশ’ পুরিয়া হেরোইন, বিদেশি মদ, মাদক বিক্রির পাঁচ হাজার টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ