বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
শনিবার (১৮ মার্চ) দিনগত রাত ৪টার দিকে উপজেলার বিনাউটি গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, ১২টি ককটেল ও দু’টি চাপাতি উদ্ধার করেছে।
নিহত জহিরুল উপজেলার কায়েমপুর গ্রামের মধ্যপাড়ার নসু মিয়ার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদের দাবি, নিহত জহিরুল ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে কসবা থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের গ্রামের বাড়িতে ডাকাতির মামলাও রয়েছে।
ওসির ভাষ্য অনুযায়ী, বিনাউটি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জহিরুল ও তার দল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের একপর্যায়ে ডাকাত সদস্যরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে জহিরুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।