Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কথকের ৩৫ বছর পূর্তি উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই নাটক

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কথক নাট্য সম্প্রদায় চট্টগ্রাম তাদের ৩৫ বছর পূর্তিতে আগামী ২৪-২৫ মার্চ, জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ঢাকায় রবীন্দ্রনাথের দু’টি নাটক ‘শাস্তি’ ও ‘চার অধ্যায়’ মঞ্চায়ন করতে যাচ্ছে। ২৪ মার্চ সন্ধ্যা সাতটা জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে বিরু মুখোপাধ্যায়ের নাট্য রূপায়নে আহমেদ হায়দার নির্দেশিত নাটক পরিবেশিত হবে ‘শাস্তি’। ২৫ মার্চ সন্ধ্যা সাতটা জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে শম্ভু মিত্রের নাট্য রূপায়নে বিক্রম চৌধুরীর নির্দেশিত নাটক পরিবেশিত হবে ‘চার অধ্যায়’। নাটক দু’টিতে অভিনয় করেছের কেয়া রায়, শাহীন চৌধুরী, মোঃ নাছির উদ্দিন, কেশব রায়, সালমা বেগম, সুদর্শন চক্রবর্তী, এ. কে. এম ইসমাইল হোসেন, জানে আলম টিটু, বিক্রম চৌধুরী, বেদারুল হোসেন খোকন। নাটক শেষে সমাপনি বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্লীডর সদস্য ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান। উল্লেখ্য, নাট্যদল কথক নাট্য সম্প্রদায় ১৯৮২ সালের ২১ ফেব্রæয়ারি থেকে যাত্রা শুরু করে। নিয়মিত নাটক প্রদর্শনী, সেমিনার, কর্মশালা আয়োজন এবং উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে নাটক চর্চার ৩৫ বছর অতিক্রম করে ৩৬ বছরে পদার্পণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ