রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ছয় ইউনিয়নের দলের মনোনয়ন প্রাপ্তরা হলেন ভাওড়া ইউনিয়নে বর্তমান চেয়ারমান সাইদুর রহমান সাঈদ, বহুরিয়ায় আব্দুস সামাদ, ফতেপুর ইউনিয়নে শহিদুর রহমান মৃধা পাষান, তরফপুরে সাঈদ আনোয়ার, লতিফপুরে আলী হোসেন রনি ও আজগানা ইউনিয়নে আবুল হোসেন ভেন্ডার। নাম ঘোষণার সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক আলী এজাজ খান চৌধুরী রুবেল, নূরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা, মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী স্বপ্নাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৮ মার্চ নির্বাচন কমিশন উপজেলার ছয় ইউনিয়নের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মার্চ মনোনয়ন জমা, ২১ মার্চ বাছাই, ২৮ মার্চ প্রত্যাহার, ২৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১৬ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।