Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মৎস্য উন্নয়ন প্রকল্পের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মৎস্য উন্নয়ন প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ সহ মৎস্য উন্নয়ন প্রকল্পের কাজে শুভংকরের ফাঁকির অভিযোগ উঠেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে উপজেলা মৎস্যজীবীরা এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগে প্রকাশ, রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বড়বিলা অভয়াশ্রমে দেশীয় প্রজাতির ৪০ কেজি পোনা অবমুক্ত করনে ২৪ হাজার টাকা এবং টুকুরিযা ইউনিয়নের বুড়া মচ্ছপের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হলে নামমাত্র কয়েক কেজি পোনা সরবরাহ দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সিংহভাগ অর্থ আতœসাত করেন। বড়বিলায় অভিন্ন প্রকল্পে রুই কাতলা জাতীয় মাছের ১ হাজার কেজি পোনা সরবরাহের জন্য ২ লাখ,সার.চুন ও খাদ্য সরবরাহের জন্য লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়া হলে ৭’শ ৫০ কেজি পোনা সরবরাহ এবং মাত্র ১২ বস্তা সার ও ২৮ বস্তা খাদ্য সরবরাহ দিয়ে অবশিষ্ট টাকা সমুলে আতœসাত করেন। একই প্রকল্পে উপজেলার আত্রাই বিল ও ধর্মদাশ মচ্ছপে পোনা,সার ও খাদ্য সরবরাহের জন্য চলতি অর্থ বছরে বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে মাত্র ২ লাখ টাকা ব্যয় করে অবশিষ্ট ৮ লাখ টাকা সংশ্লিষ্টদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন উক্ত কর্মকর্তা। রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য অভয়াশ্রম রক্ষনা বেক্ষন বিষয়ে ২৫ জন মৎস্যজীবিকে ২ দিনের প্রশিক্ষন দেয়ার কথা থাকলেও ১ দিন প্রশিক্ষন দেয়া হয়। এতে প্রতিজনকে ১৫০ টাকা সম্মানী,দুপুরের খাবার,নাস্তা বাবদ ৪০ টাকা,উপকরন বাবদ ২’শ ৫০ টাকা সমুলে আতœসাত করেন। এছাড়া বড়বিলা সহ আত্রাই বিলে নৌকা ভাড়া বাবদ বরাদ্দকৃত ১৫ হাজার টাকা সস্পুর্ন আতœসাত করেন। এসব ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রানা মাসুদকে জিজ্ঞেস করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সবগুলো প্রকল্পে যথাযথভাবে কাজ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ