রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নিবার্হী অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান, আ.লীগ নেতা মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভ‚মি) তামিম আল ইয়ামীন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম ভূইয়া (বীর প্রতীক), নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, শহীদস্মৃতি আর্দশ কলেজের উপাধ্যক্ষ বাবু বাদল দত্ত উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার রায় প্রমুখ। অলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের মাঝে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বাদ জুমা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।