Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলব উত্তরের চার বিলের ৫শ’ হেক্টর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকিতে

খাল দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : দেশের অন্যতম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ৩টি বিলের প্রায় ৫০০ হেক্টর জমির পানি সরবরাহ হুমকির মুখে পড়েছে। খাল দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করা হচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মমরুজকান্দি গ্রামের ফকির বাড়ির সামনে ৩৬ ফুট চওড়া পানি নিষ্কাশন খালের সিংহভাগ দখল করে আব্দুর রশিদ ফকির গংরা নির্মাণ করছে ব্যক্তিগত চলাচলের জন্য আরসিসি পিলার দিয়ে রাস্তা। ফলে কলসভাঙা-মমরুজকান্দি, ইসলামাবাদ ও সুজাতপুর বিলের প্রায় ৫০০ হেক্টর আবাদি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে। সামনে বর্ষা মৌসুম। ৩টি বিলের পানি এ খাল দিয়ে নিষ্কাশন হয়। রাস্তা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। রোপা আমন মৌসুমে পানি মূল খালে নামতে পারবে না। এ বিষয়ে অবৈধভাবে খাল দখলকারী আব্দুর রশিদ ফকির সাংবাদিকদের সাথে খাল দখল করে রাস্তা নির্মাণ করার কথা স্বীকার করেন। খালটি যে সম্পূর্ণ সরকারি তাও তিনি স্বীকার করেন। তিনি বলেন, সরকারি খালের কিছু অংশ এ রাস্তায় পড়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা জানায়, অবৈধভাবে সরকারি খাল দখল করে আব্দুর রশিদ ফকির গংরা ব্যক্তিগত রাস্তা নির্মাণ করছে। এতে ৩টি বিলের ধান আবাদকারী কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলা ভূমি সহকারি কমিশনার এবিএম রুহুল আমিন রিমন বলেন, বিনা অনুমতিতে এক ইঞ্চি সরকারি জায়গা দখল করার ক্ষমতা কারো নেই। এ ধরনের কিছু হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ৫নং দূর্গাপুর ইউপি চেয়ার‌্যান দেওয়ান মো. আবুল খায়ের বলেন, দশজনের ক্ষতি করে ব্যক্তিগত পর্যায়ের কোন স্থাপনা সরকারি খাল দখল করে রাস্তা করতে দেয়া হবে না। এ ব্যাপারে আমি খোঁজ নেবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সরকার বলেন, পানি নিষ্কাশন খাল দখল করে প্রকল্পের ক্ষতি হবে এমন কোন স্ট্রাকচার করতে দেয়া হবে না। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ